শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৪

ও মন, বলিরে এখন, কোন কৌশলে
চিনবে খোদা দিলের কানে শুন ।
না চিনিলে না বুঝিলে বৃথায় জীবন ।।
ও মনরে, আদম তনে খনি একটি আছে নাভিমূলে ।
নফছ নামে মাংসের পুটলা আরেফ লোকে বলে ।।
আককেলের এলেম পয়দা ইহা হইতে হয় ।
তাহার শক্তি শেষ হইয়া যায় আসিলে শমন ।।
আককেলের এলেম জান কিতাব আর হেকমত ।
'এলমে হদছ' বলে তারে মৌলভীর মত ।।
হিংসা নিন্দা হইলে আককেল বাতেল হইয়া গেল ।
এই এলেমে খোদা চিনা না হবে কখন ।।
ও মনরে, আরো একটি খনি আছে মানুষের জানে ।
ওহী ও এলহামের বিদ্যা সেই খনির গুণে ।।
'এলমে জেন্নি' নাম তার আরেফ লোকে বলে ।
'এলমে কাদিম' বলে ই্হা মৌলভী কথন ।।
ও মনরে, কাদিমের মানি আদি জানিবা নিশ্চয় ।
তাই মানুষের সনে তাহার প্রণয় ।।
ওহী বিদ্যা রইয়ে গেল আম্বিয়ার বাটে ।
আউলিয়ার বন্টনে এলহাম বাতেনী কারণ ।।
আরও একটি খনির কথা বলি তুমি শুন ।
'মাগজাতুল জাছাদ' নামে বাম শরীরে জান ।।
অগ্নি পোড়ার লোহা যেমন পিটলে ইস্পাত হয় ।
জাতের জরব তাতে সদা এই পথে সাধন ।।
'পাছ আনপাছ' জরবের চোটে মাগজা সাফা হয় ।
হিংসা নিন্দা পড়ে ঝরে জানিবা নিশ্চয় ।।
দিলের আয়না বলি তারে কেহ কেহ বলে ।
সে আয়নাতে অমন তুমি করিবা দর্শন ।।
আত্ম সমর্পণ কর আপন মুর্শেদে ।
মাগজাতুল জাছাদের আয়না রাখিও সাবুদে ।।
এলহাম এলেমের কলি ফুটিয়া উঠিবে ।
এলমে মারফত কাহাকে বলে বুঝিবে তখন ।।
সর্ব গুণে গুণধাম যেই প্রেমময় ।
বে-মুহতাজ আছেন তিনি জানিবা নিশ্চয় ।।
তাঁহাকে চিনিতে যদি মনোবাঞ্ছা হয় ।
কুলমান পচাইয়া দিলে হবে আলিঙ্গন ।।
অপ্রেমিক লোকে ইহা বিষাক্ত বুঝিবে ।
প্রেমিক বিনে এই মর্ম কেহ না কিনিবে ।।
আবদুল আযীয খরিদ কইরে পইড়ে গেছে ফেরে ।
তাই দোস্তজন করল কাফের পদ অর্পণ ।।