নামাজ পড়নিরে মন, মরণ হইল না নামাজ পড়িল যে জন।
'ইন্না সালাতা তানহা, আনিল ফাহেসা ওয়াল মুনকার'
ফাহেসা মুনকার রহে না তাঁর, নামাজী যে জন।।
বস্তু যত খোদা বিনে, সকলই নশ্বর গণে,
'কুল্লু শাইন হালেকুন ইল্লা অজহা' মূল রতন।।
এক সূর্য হার দিবসে, একই চন্দ্র বার মাসে,
দিবা রাত্র সময় কেবল অবুঝের কারণ।।
নামাজ শব্দ সালাত করা, আরবের ওয়াহাবেরা,
ছাল্লা শব্দের মাঝখানেতে হইল ঘটন।।
ত্যাড়া সেঁকে সিধা করা, আর এক অর্থে দোয়া করা,
তৃতীয়াতে জলে যাওয়া নামাজের সাধন।।
আওয়াম লোকের নামাজ যাহা, দোয়া করার অর্থে তাহা,
ত্যাড়া নফছ সিধা করা খাছ নামাজীর মন।।
খাছ আল-খাছ লোক যারা, গোনাহকে জ্বালাইয়া তাঁরা,
আল্লার দিদার করে মেরাজ মতন।।
'আছ ছালাতু মেরাজুল মোমেন', দোজাহানের নবী বলেন,
সেই মতে পড়ে নামাজ অলি আল্লা গণ।।
ওয়াকিমুছ ছালাত করা, কোরআনে পড়িল ধরা,
কায়েম মানি হামেহাল, নামাজের সাধন।।
আওয়াম লোকের নামাজ যথা, পাঁচটি সময়ের কথা,
সাধারণের হামেহাল দুনিয়ার চলন।।
খাছ আল-খাছ লোক যারা, হামেহালের অর্থে তাঁরা,
দায়েম করিয়া নামাজ অমরা সাধন।।
আবদুল আযীযে কয়, দায়েমেতে যারা রয়,
সেই দলে থাকি সদা প্রফুল্ল বদন।।