ভজন জানিনা বলে দূর করিয়ে দিওনা রে।
ভজনেতে রাজী যদি, ওহহাব নামের বড়াই কইরে।।
অ-ভজনের বাদাম তুলি, দেহ তরী ছাইড়াছি রে।
ওহহাব নামের দোহাই দিয়া, ভক্তির হাইলে ধইরাছি রে।।
পাক বাতাসের ভয় করিনা, ভাবের মাস্তুল বসাইছি রে।
গুরুর নামের ফাইনাকা রশি, প্রেমবন্ধনে বাইন্ধাছি রে।।
তৌহিদের কিনারায় যাইতে, মনে আশা কইরাছি রে।
রাখ মার যাহা কর, প্রাণ তোমারে সইপাছি রে।।
প্রেম সাগরের ঢেউয়ের খেলা, প্রেমিক বিনে বুঝেনা রে
গুরুর পদে প্রাণ সপিলে, শমনের ভয় থাকে না রে।।
তোতা মিয়া অভজনে, বহু দূরে পইড়াছি রে।
'লাতাকনাতু' সম্বল লইয়া, প্রেম সাগরে ভাইসাছি রে।।