শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৫

আর কিছু উপদেশ বলিব এবার ।
মন নিবেশ কর বৎস দেলের মাজার
মনরে, তিন বাদশাহ আছে তনে, আর তিন উজির ।
প্রথম বাদশাহ রুহ, আককল তার উজির ।।
দুছরা বাদশাহ নফছ, তার উজির শয়তান ।
তৃতীয়াতে দিল বাদশাহ, জবান উজির তার ।।
ছয় ছিফত মুসলমানের আমলে থাকিবে ।
শেরেক ও কুফুরী হতে বাঁচিয়া রহিবে ।।
দ্বিতীয় তাছলিম করা শরিয়ত বিধান
তৃতীয়াতে এবাদত, চৌথা পরহেজগার ।।
পঞ্চমে সবুরী হালে করিবে গোজরান ।
ষষ্ঠমেতে মারেফাত দিলের রৌশন ।।
এই মত আমলেতে যে জন না থাকে ।
কামেল মুসলমান বলে না হইল শুমার ।।
ইসলামের ছয়টি ছিফত জানিবে নিশ্চয় ।
পহেলাতে মারেফাতের মুতি চিনতে হয় ।
দ্বিতীয়াতে ছাখাওয়াতী, সাদেক একিন তিনে ।
তাকদিরে সাবেত থাকা চতুর্থ প্রকার ।।
পঞ্চমেতে তাওয়াককল, ষষ্ঠমেতে ত্যাগী ।
মৎস্য যেমন জলে থাকে নাহি থাকে লাগি ।।
এমত আমল যদি করিতে না পার ।
আবদুল আযীয বলে জীবন হইল অসার ।।