বাছা বলিরে তোমায়, তিন সুরে তিন বাঁশি বাজে আদম যমুনায়।
এক সুরে খাবার টানে, আরেক সুরে মজা চিনে।
আর এক সুরে টেনে ফেলে মায়া জেলখানায়।।
কয়েদখানায় জেলি হইয়া, সরকারী কাম মন লাগাইয়া।
স্বার্থবিহীন করতে পারলে জেলির মাতবর হয়।।
জেলখানার মাতবর হইলে, তিন সুরে তিন তার মিলে।
তিন তারে ত্রিপিনি সেজে খেলে আউলিয়ায়।।
আলেফ লাম মীম জানতে গিয়া, তিন তারে এক যোগ করিয়া।
আবদুল আযীয তৌহিদপুরে আদম যমুনায়।