মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৩৩

আমি আশার আশায় রব কতকাল।
জ্ঞান পাব জ্ঞান পাব বলে অজ্ঞানতায় গেল কাল।।
বন্ধু আষাঢ় আসার আশে, চাতকিনী ডালে বসে,
পিউ রবে ডাকিয়া বেহাল।
তোমার আশায় দিন রজনী, জপিয়া 'হু' নামের ধ্বনি,
লোকের কাছে হইলাম মাতাল।।
বন্ধু, গগনেতে দিনমণি, তাহার আশে কমলিনী,
জনান্তরে হরিষে বিশাল।
অজ্ঞান তিমিরে থাকি, তোমা ভাবে উর্ধ্বমুখী
না ফিরিল দুঃখের কপাল।।
বন্ধু, কুয়াশার অন্ধকারে, পড়িয়াছি মহা ফেরে,
চৌদিকেতে ঘিরা মায়াজাল।
যেন কলুর বলদ ফিরে চাকে, চক্ষুতে কোটরা থাকে,
তেন সদা ঘুরি হামেহাল।।
মুর্শেদ, প্রাণের লৌহে দেখাশুনা, কবে হবে এই ভাবনা,
ভাবিয়া কাটাই সদা কাল।
পাইবারে সে আনন্দ, তোতা মিয়া ভাবে বন্ধ,
দিবা নিশি থাকে মত্ত হাল।।