কে তুমি লান্নতী আজি মানবের দুশমন।
প্রভু সনে বে-আদবী বলে না ফরমান।।
তোমার জীবনী দেখে, লাগল ধান্ধা আমার চক্ষে।
আদম শত্রু বলে তুমি দলিলে প্রমাণ।।
বেহেশতে প্রশ্নের কালে, আদম সর্ব নাম বাতালে।
ফেরেশতার উস্তাদ হলে তাজিমের সেজদা পান।।
তুমি তখন কোথায় ছিলে, মাদ্রাসায় কি ছাত্র ছিলে?
না থাকিলে জবরদস্তি দুশমন বলন।।
ফেরেশতা হুকুম পেল, তোমায় মানা কে করিল।
বল না তাহার ভেদ খুলিয়া এখন।।
হুকুম নিষেধ যদি নাই, গৌরব করা কি অন্যায়।
জোর যার মুলুক তার প্রবাদ বচন।।
তোমাকে রাজিম বানাইলে, ধর্ম কি ইহাকে বলে?
অধর্মই ধর্ম বলে, না কহিলে বিড়ম্বন।।
পীরিত বিনে কি উপায়, ধর্ম কর্ম কিছু নয়।
আবদুল আযীয করে তাই আত্মসমর্পণ।।