শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৯০

দয়াল মুর্শেদ করি নিবেদন।
নিজ পরিচয় দিয়া শান্ত করো মন।।
দয়াল মুর্শেদ, কোরআন শরীফ খোদার বাণী, তাহার মধ‍্যে আছে জানি।
খোদার হাতে তোমার হাত এই মত বচন।।
'ইন্নাল্লাজিনা ইউ বাইয়ুনাকা ইন্নামা ইউ বাইয়ুনাল্লাহা,
ইয়াদাল্লাহু ফাওকা আইদিহিম' আয়েতে প্রমাণ।।
অর্থ নিশ্চয় ঐ ব‍্যক্তি, যাহার হাতে হাতের উক্তি।
আল্লার হাতে তাহার হাত, অন‍্য কথা নাই কখন।।
দয়াল মুর্শেদ, কোরআনের এই বাণী পাইয়া, কাঁপিয়া উঠিল হিয়া।
কে তুমি তার ভেদ না পাইয়া হইলাম উচাটন।।
দয়াল মুর্শেদ, তোমায় যদি খোদা বলি, শরীয়তে হবে শূলি।
তাই তোমায় সপিনু মোর আমিত্ব রতন।।
দয়াল মুর্শেদ, তোমার সাথে খোদা আছে, রব আমি তাহার কাছে।
তোমাতে হইনু ফানা, এতে মোর মূলধন।।
দয়াল মুর্শেদ, আবদুল আযীয বানছে হিয়া, আসল নকল ভেদ করিয়া।
আসল নগর বসত করে লইয়া প্রাণের মহাজন।।