মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৪৭

মুর্শেদ, জানতে ইচ্ছা মন।
কেমন কইরা জীবদেহের হইল গঠন।।
মুর্শেদ অ, 'খালাকা মিন আলাক' খবর, কোরআনেতে কয়।
'আলাকের' পূর্ব ছুরত কিবা রূপ হয়।
কোথা হইতে আইল আলাক, কোথা তার স্থান।
দয়া কইরে বুঝাও মোরে সে সব কথন।।
মুর্শেদ অ, 'খালাকা মিন নুতফাতেন' কোরআনের কাহিনী।
কিবা গুণ ধরে নুতফা, বুঝাও মোরে শুনি।।
কি চীজেতে পয়দা নুতফা, সে চীজ কেমন।
ঐ চীজ কি চীজ, কহ আদ‍্য বিবরণ।।
মুর্শেদ অ, 'লাম ইয়াকুন সাইয়া মাজকুর', তাহা ছিল ভাল।
প্রকাশ করিয়া তোমার ঘটিল জঞ্জাল।।
সাথে সাথে চৌকি ফির, নাহিক বারণ।
'অহুয়া মা আকুম' কিবা প্রয়োজন।।
মুর্শেদ অ, তুমি বা কি, আমি বা কি, কিছুই না চিনি।
দফায় দফায় এই সব, বুঝাও মোরে শুনি।
নতুবা অবুঝ হালে রব চিরদিন।
তোতা মিয়ার বাঞ্ছা পূরণ, হবে নি কখন।।