মন, কোন বাজারে কর বেচাকেনা।
ভুল বাজারে পড়িয়াছ, লাভ নাইরে তোর খাস্তা দুনা।।
মন রে, দফায় দফায় খান্তা দিলা, আসল পুঁজি কমাইলা
তহবিল তুমি গণিয়া দেখ না।
লাভের মরীচিকায় ভুলি, তহবিল কইর না খালি
নিকাশেতে সার হবে কান্দনা।।
মন রে, মুর্শেদ গঞ্জে সওদা কর, ভাবের পাল্লায় মাল ভর
চোখ বাজারে কইরে বিবেচনা।
চল্লিশ সেরে মণ ধর, মন-কাটাতে ওজন কর
লাভ হবে তোর দফায় ষোল আনা।।
মন রে, তুমি ভ্রমণকারী সওদাগর, ভ্রমিতেছ চরাচর
ভ্রমণেতে ভ্রম কইর না।
ভ্রমেতে পড়িয়া গেলে, হককানী বিনাশে মূলে
লাভে মূলের পাত্তা পাবে না।।
মন রে, তোতা মিয়া ভ্রমে পড়ি, হককানী গজব করি
নফছানীতে হইল দেওয়ানা।
লাভের কুহকে ভুলি, রিজার্ভ ফাণ্ড করে খালি
হায় হায় হইল জপনা।।