মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৭৩

চল তুমি মুস্তাকিম পর
'ফা ওয়াইলুল লিল মোতাফেকিন' কোরআনে খবর।।
মন রে, দিলের কাটায় ওজন দিও, ডাইনে বামে না হেলিও
ষোল আনায় ঠিক রাখিও, ওজনের ভিতর।।
মন রে, পোল ছেরাত দুই দিকে, ওজন দিও সমান ভাগে
হককানীর অনুরাগে, নফছানিতে রাখ ডর।।
মন রে, নফছানির পোল ছেরাতে, না যাইও লালসাতে
বহুজনা এই ফাঁকেতে, রইয়া গেল মতান্তর।।
মন রে, বলিরে বেহুশ মন, ঠিক রাখিও তোমার ওজন
লাভ হবে অমূল‍্য রত্ন 'ওয়াইলুন' এর কিবা ডর।।
মন রে, তোতা মিয়া ওজন হীন, হইয়া রইল 'মোতাফেকিন',
রইয়া গেল 'ওয়াইলুল্লিন' পড়ে রইল দূরান্তর।।