চল রে যাই আপন দেশে, আর ত ভাল লাগে না,
বিদেশে আর মন মিশে না।।
মনরে, এ বিদেশে সব বিদেশীর বাসা, তাতে নাইরে মিলা মিশা।
শুধু কেবল ভুল তমসা, দেশের খবর কেউ করে না।।
আপন দেশে আছে যারা, লাহুত পুরে থাকে তারা
মনরে, খোশ বাগানে মধু পানে হুহু বাঁশির বাজনা।।
মনরে, দেশে গিয়া দেশীর সঙ্গে, খেলবে তুমি নানা রঙ্গে।
দেশী বন্ধুর কীর্তন পাইলে, দিন রজনী থাকবে না।।
মনরে, এ বিদেশে আছে যারা, বুঝলাম তারা মতি হারা।
আপন দেশের খোঁজ রাখে না, ভুল বাজারের কারখানা।।
মনরে, মনের মানুষ নাই এ দেশে, মন মিশিবে এতে কীসে।
চল চল আপন দেশে, এদেশে নাই আপনা।।
মনরে, কইও খবর ওরে ভ্রমর, লাহুত পুরে যারা অমর।
তারা আমার জাতি বন্ধু, আমায় স্মরণ করে না।।
মনরে, তারা আছে অমরপুরে, বাঁশি বাজায় মধুর সুরে।
জাতি ভ্রাতা আছে জেলে, খোঁজ লওয়া কি উচিত না?
মনরে, আবদুল আযীয বলি তোরে, খেল পাশা সাহস করে।
একতে এক বিয়োগ গেলে, দেশ-বিদেশ আর থাকে না।।