ভালবাসা কাকে বলে, বল না আমায়।
স্বার্থ পাইয়া বাসলে ভাল, তা কি ভালবাসা হয়?
ভালবাসার আদমজাদা, ফরমান কোরআনের কায়দা।
সুসম্মানী বনি আদম, পাপ পুণ্য কীসে হয়।।
সর্ব গুণে গণি হইয়া, বেসে ভাল নেকি পাইয়া।
বদি ভাল না বাসিলে বিন স্বার্থ রইল কোথায়?
বেসেছি তোমাকে ভাল, বাসিব সর্বদা ভাল।
ভালবাসা দিয়ে হৃদে রেখেছি তোমায়।।
ভালবাসার দায় পড়িয়া, দিলাম বন্ধু সব ছাড়িয়া।
কেবল রেখেছি তোমায় ছুরতে আদমজাদায়।।
না বাসিলে ভাল মোরে, আমি ভাল বাসব তোরে।
নিজকে ভাল না বাসিয়া, পর কি ভালবাসা যায়?
আবদুল আযীয বিচার করে, ভালবাসার ফান্দে পড়ে।
মনানন্দে থাকে সদা ভালবাসার বাগিচায়।।