শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৯২

দয়াল নবীজি, ভেদের কথা বলে মোরে শান্তি দিবা নি।।
দয়াল নবীজি, আউয়ালে আহাদ শুনি, দুছরাতে আহম্মদ গনি।
তৃতীয়াতে মোহাম্মদ নাম জগতে রৌশনী।।
দয়াল নবীজি, সাত জায়গায় বসত কর, পাপহারি নাম ধর।
না লুকাইয়া দেও দেখা অহে গুণমণি।।
দয়াল নবীজি, আহম্মদের মীমের পর্দা, উঠাইয়া করিলে জুদা।
আহাদে হইল খোদা, আজব কাহিনী।।
দয়াল নবীজি, আহাদের 'হে' ছাড়িয়া, দালের পরে 'মীম' গিয়া।
আদম নামে ঢালে পর্দা মহা গুণমণি।।
দয়াল নবীজি, করে দেখি পরিচয়, সব আছে কিছু নয়।
গুণ সাগরে সাঁতার দিয়া আযীযের এই বাণী।।