শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৮৯

শুন বলি মন কারিগরের কারখানা।
লৌহ মাহফুজে কোরআন খানি পড়লে আজব ছামানা।।
লৌহে যখন পড়ে কোরআন, কুদ্দুসের এই সন্ধান।
তারে তারে তার মিলিয়া খবর দেয় লস্করখানা।।
প্রহরী চেতন হয়, কর্মের দ্বার খুলিয়া দেয়।
তৎক্ষণাৎই জাহের হইয়া পড়ে কর্মের নমুনা।।
পার্থিব জগৎ যাকে বলে, সূর্য গুণাগুণে ফলে।
গ্রহ তারা তারের খবর পেয়ে জুড়ে কারখানা।।
দৌব কার্য তাকে বলে, ঝড় বৃষ্টি ভূ-কম্প হলে।
দৈব গঠন দৈব বাণী বলে ইহা সূচনা।।
আদম তনের খনির বলে, সকল কাজ জগতে ফলে।
চিনতে পারে যোগী মুনি মারফত নামে ঘোষণা।।
আবদুল আযীয দেখে ইহা, ফানা করে লাইলাহা।
'হু' কলেমায় রইয়া বাকী 'হে' কলেমায় করে থানা।।