মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৬৮

মন রে মুছাফির
আঠার হাজার দেশের তুমি রাহাগীর।।
তুমি মন প্রাণসখা, অন্তরীক্ষে চল একা
না পাই তোমার দেখা, নাহি থাক স্থির।।
দেশে দেশে বিরাজ কর, রূপে গুণে নাম ধর
আঠার হাজার নাম তোমার জাহির।।
যে দেশ তোমাকে ছাড়া, সবে তাকে বলে মরা
না থাকে তার নড়াচড়া, কর্মের বাহির।।
শোন মন ওরে পান্থ, ভ্রমণে তুই নাহি শান্ত
তিলার্ধ না কর ক্ষান্ত, নির্ণয় শরীর।।
'আরবা আনাছ' এর গুণে, সমীরের সম্মিলনে
দেশ বিদেশ পর্যটনে তুমি মহাবীর।।
তোমার ভাবা ভেবে ভেবে, তোতা মিয়া শ‍ূন‍্য শবে
অবিরত এই ভবে ভাবিয়া অস্থির।।