মন, মায়া ঘুমে রে।
মায়া ঘুমে আর থেকোনা দিন ফুরাল হায়।।
আজকাল করে দিন কাটালে, হবে কি উপায় ২।
বেলা গেল সন্ধ্যা আসল, বন্ধু রইল কোথায়।।
রুহু নফছ যাকে বলে, মরণে পায় তারে ২।
রুহু কুদ্দুছ জাওয়াহের হক মালিকের শায়।।
প্রথম বাসনার জন্ম লৌহ মাহফুজে হয় ২।
হুকুমেতে বাদশা কুদ্দুছ বাদশা চিনবার দায়।।
'তালাবাল এলমে ফরিদাতুন', নবী সাহেব কয় ২।
ঘুমে থেকে অভাব করলে কেমনে মান্য হয়।।
বাদশা হলে বাদশা চিনে, ইজ্জত করতে জানে ২।
শাহ শক্তি না থাকিলে চিনিবে কে কয়।।
মরণের আয়েব হতে, রুহু কুদ্দুছ পাক ২।
ঘুম ঘোরে পড়ে রইলে আর কি চিনা হয়।।