মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৭৫

বন্ধু রে, কি দিব তোমাকে উপহার
আমার কিছু নাইরে বন্ধু, সকলই হয় তোমার।।
'লিল্লাহে মাফিছ ছামাওয়াতে' কিংবা যত জমিনেতে
জানাইয়াছ কোরআনেতে করিয়া প্রচার।।
সকলই তোমার হইলে, বাকী কিছু না থাকিলে
তোমার দ্রব‍্য তোমায় দিলে, প্রতিষ্ঠা কি হয় আমার?
আমার কিছু না পাইয়া, সঙ্কোচ করিয়া হিয়া
শূন‍্য অঙ্গে দাড়াইয়াছি দরবারে তোমার।।
শূন‍্যস্থান পূরণ করা, তোমার জাতের ধারা
জাতিগুণ রক্ষা করা সে দয়া তোমার।।
তোতা মিয়ার ভিক্ষার ঝুলি, তোমার অভাবে খালি
সকরুণে তাই বলি, আমি ছায়েল তোমার।।