আদম পুরে শরা জারী।
নজিশ ছাফা হবার তরে শৃগাল কুকুর সারি ২।।
দুগ্ধ ঘৃত আদমে চিনে, কুকুর মরে ঘৃত পানে।
আদম ছুরাত কুত্তার স্বভাব বে-ইনছাফের মছলা জারী।।
এলেম শিখা ফরজ বটে, নরনারী ইসলাম পটে।
ওয়াজেব ফরজ সুন্নত আদি, আমল করে ইসলামপুরি।।
মোবাহ মাকরু হারাম হালাল, কেতাইতে কখন কি হাল।
এলমে শরায় অজ্ঞান রইয়া মছলা বলে অত্যাচারী।।
পীর ফকীর আলেম যারা, ভেদ বিচারে আছে তাঁরা।
বে-আমলে দাবী করা, কেবল হল ছলচাতুরী।।
আবদুল আযীয বুঝ পাইয়া, দিল কিতাব সঙ্গে নিয়া।
শয়া শরীফ তাছলিম করে নিজ আলয়ে খোদ কাচারী।