আমি পূজিব কারে।
যাহাকে পূজিলে স্বর্গ, দেখিতে পাই প্রাণের ঘরে।।
সে ত অতি মহা চতুর, পূজা পেয়ে রহেন দূর।
লুকালুকি খেলতে খেলতে পেলেম তারে লোকমন্দিরে।।
সে ত গুণের সাগর, প্রেমের নাগর, বসত করেন আপন ঘর।
পূজতে জানলে পরম্পর, স্বর্গবাসী হতে পারে।।
আবদুল আযীযে কয়, ধরতে জানলে হয় পরিচয়।
তখন প্রাণে প্রাণ মিশিয়া, রইতে পারে লাহুতপুরে।।