আহা বন্ধু প্রাণ সিন্ধু, দুঃখিনীর ধন।
কা কারণে মোর সনে হইলা বিমন।।
বন্ধু অ, প্রেম যদি মোর সনে, আন কথা কানে কানে
স্থান দেও করিয়া যতন।
ইহা কি প্রেমের ধারা, তিল বস্তু তাল করা।
সুধা সনে গরল মিশান।।
বন্ধু অ, যদি হয় ভালবাসা, মনে কি আর থাকে গোস্বা
অগ্নি জল না হয় মিলন।
ছাদেকী প্রেমিক যারা, মাশুক বিহনে তারা
নাহি বুঝে যা কয় যে জন।।
বন্ধু অ, ছাদেকী প্রেমিক হইলে, মাশুক পাইতে গেলে
পথে তার পড়ে কাটা বন।
যদি আসমান ভেঙ্গে যায়, দুঃখ সুখ নাহি তায়
চায় শুধু মাশুকের মন।।
বন্ধু অ, তোতা মিয়া ইহা মূলে, ভালবাসার সিন্ধু কূলে
স্থির আছে অটল আসন।
গালাগালা ঢেউয়ের খেলা, গাঁথিয়াছ পুষ্পের মালা
গলে দিছে অতি রঙ্গ মন।।