গায়েবী আওয়াজে মোর পরাণ বিদরে
নির্জীব হতে মধুর সুরে, কার জীবনে আওয়াজ করে।।
বাদ্যযন্ত্র আদি যত, সকলই নির্জীব পদার্থ,
সজীবের সাহায্য গুণে লোকে মুগ্ধ করে সুরে।।
খোলে চামে যোগ হইয়া, তারে তারে তার মিশিয়া।
স্পর্শে মধুর সুরে সাথে কে থেকে পরাণ হরে।।
তাই নাকি রছুলুল্লা, শুনে বাদ্য করেন লীলা।
ছহি হাদিছ শরীফ হতে প্রমাণ করে ইহার পরে।।
কে যেন তার সাথে থেকে, কাছে টেনে নিল ডেকে।
সোহাগ করে জীবন দিয়া তার জীবনে রইনু ঘরে।।
আবদুল আযীয পেয়ে দিশা, ছুটে গেল ভবের নিশা।
এশকবাজী করে সদা প্রেম মন্দিরে সোহাগপুরে।।