আমি কেমনে সইয়ে থাকি, আমি কেমনে সইয়ে থাকি।
জগত জোড়া ফুইটে উঠল রূপ সাগরের ঝিকিমিকি।।
'আল্লাহু নুরুছ ছামাওয়াতে অল আরদে' পাইলাম পথে।।
'রাব্বি জেদনী এলমান' দিয়া মেরেছিলাম উঁকি।।
ওয়াহাবের পীরিতে পইড়ে, তোরাব আলীর চরণ ধইরে।
বরফের প্রাচীর ভাঙতে মেরেছিলাম ঝুকি।।
ভবসাগরের ঢেউ কাটিয়া, গুপ্ত ধন মোরে দিয়া।
মুন্সীরকান্দি তশরিফ নিয়া আব্বায় দিলেন ফাঁকি।।
আবদুল খালেক সাহাপুরী, দোয়া করেন প্রাণভরি।
শাহ সুলায়মান পুরণ করেণ যাহা ছিল বাকী।।
হযরত মোহাম্মদ কামেল, পুশিদাতে শাহজালাল।
দীনহীনে স্নেহ করে কল ঘুরাইল নাকি।
সেই চাবিতে খোলে তালা, আযীযের হল জ্বালা।
জগত জোড়া লাগল খেলা, আর কি বারণ রাখি।।