শুন বৎসগণ, শরিয়তের আজিব কথা করিব বর্ণন ।
বান্দার বদনের মাঝে পঞ্চ ইমাম মান,
পহেলা ইমাম তন, দুছরা ইমাম জান ।
তৃতীয়া ইমাম দিল, চৌথা আককল হয়,
পঞ্চমে ফাহম আছে হয়ে মহত্তন ।
পঞ্চ কেবলা বদনেতে জানিবা নিশ্চয়,
প্রথম মেহরাব কেবলা, দুছরা কাবা হয় ।
তেছরাতে বায়তুল মামুর, চতুর্থ আরশ,
পঞ্চমেতে কুরছি নামে আছে ত কথন ।।
পঞ্চ মেহরাব বৎস, বুঝিবার বলি,
জানের আন্দর কাবা নাম আরশে আককল,
বায়তুল মামুর দিলের মেহরাব, কুরছিতে ফাহম ।
মুক্তাদির ইমাম বৎস, ইমাম সাহেব হন,
ইমামের ইমাম জান হইল কোরআন ।
মুক্তাদির এক্তাদা হল ইমামের পাছে,
ইমামের এক্তাদা হল পয়গম্বর ছালাম ।।
মুক্তাদির নামায শুদ্ধ ইমাম হইতে,
ইমামের নামায ছহি এলমে শরিয়তে ।
কোরআন জায়েজ করে ইমামের নামায,
উভয়ের একই কেবলা আছে ত বিধান ।।
এলেমে খুঁজিলে মিলে খবর সবার,
না খুঁজিলে কোথা পাবে হেকমতের কারবার ।
বে-খবরে থাকে যারা গাফিলী তাদের,
আবদুল আযীয বলে জীবন গেল অকারণ ।।