কি সুন্দর আজি আরফাত ময়দান।
বাবা আদম মাতা হাওয়ার সম্মিলনের স্থান।।
পৃথিবী ব্যাপিয়ে যত, মুসলমানের হজ্জ ব্রত।
আরফাতে বসিয়া সবে পাপমুক্তি চান।।
হজ্জ হল এখন চল মিনার চূড়ে কোরবানী রইল,
কোরবানীর পশু চরে বেহেশতে গোজরান।।
হাজী সাহেব হজ করিলে, মিনাতে কোরবানী দিলে।।
পরে পরে মুক্তি চাইলে, না পাইয়া সন্ধান।।
মিলে দিদার যে হজ্জ করলে, অমর হয় কোরবানী দিলে।
সে আরাফাত ও মিনা কোথায় পাইছ নি সন্ধান
আরেফের আরাফাত জুদা, হজব্রত আর কোরবানী ফেদা।
সেই হজ্জে নাই আলবেদা রসিকের পরাণ।।
আবদুল আযীয খোঁজ পাইয়া, আসল ঘরে বসে গিয়া।
আলবেদা করিল বাধা পাইয়া সন্ধান।।