ছাহেব মাওলানা, কুহে তুরে মূছা নবীর হইল ঘটনা।
যখন তিনি দিদারের করিলেন কামনা।।
ছহি হাদিছ শরীফ হইতে, জানা গেল এই মতে।
গরুর নাকের ছুরাখের মত পথে নূরের আনা।।
কুহে তুর জ্বলে গিয়া, মুছা পড়লেন ঘেস খাইয়া।
পাহাড় জ্বলিয়া গেল মুছায় কেন জ্বলে না।।
চতুস্পদ জন্তুর কথা, কোরআনেতে আছে গাঁথা।
'বালহুম আদেল' সেই মানুষ বে-খবরে রনা।।
আদম তনের নাছুত পথে, লা-মাকানের তাজাল্লীতে।
সেই নূরের আনা যানা আশেকের ছামানা।।
এশকানলে মুছা পোড়া, মাহমুদায় তাজাল্লী ধরা।
কিবরিয়া মোকামে খাড়া, তাই ত মুছায় জ্বলে না।।
মুছার কদম না পড়িলে, কুহে ইজ্জত পাইত কবে।
আবদুল আযীয বলে তুরের মুর্শেদ মুছায় রব্বানা।।