জগতবাসী রে, ঐ দেখ সত্য ফিরে এসেছে।
ফিরে এসেছে, সত্য ফিরে এসেছে।।
নাবালেগ মেীলবী যারা, ঢাকিয়া রাখেন তারা।
শরার নামে ভেলকি দিয়া সত্য লুকাইছে।।
নাবালেগ মেীলবীগণে, জিজ্ঞাসা কর না কেনে।
তাওহীদ জানতে কত প্রকার বিধান রয়েছে।।
ছয় হাজার ছয়শত ছয়ষট্টি, আদেশ নিষেধ কতটি।
ইতিহাসের কতটি কোরান বলেছে।।
উপদেশের কতটি, আখেরাতের আছে কি।
ইতিহাস ও উপদেশ কি মর্মেতে আছে।।
'ওয়া আল্লামা আদামাল আছমায়া রাব্বি জেদনী এলমা।
কুলির রূহে মিন আমরে রাব্বি' কি কারণে আছে।।
নামের এলেম যত, আদমে শিখানু তত।
প্রার্থনাতে এলেম বাড়ে, খোদা বলেছে।।
'তালেবাল এলমে ফরিদাতুন' নবী সাহেব হাদিস কন।
এলেম তলব ফরজ হইল নবী বলেছে।।
মারফত এলেম না বুঝিলে, হাদিসের অমান্য হলে।
ফরজ এলেম বাকী রইল, মূর্খ রইয়াছে।।
বিন রেয়াজত আলেম যারা, এই হাদিস কি বুঝেনা তারা।
এলেম তলব নবীর কথা অদুল করেছে।।
কামেল পীর না পাইলে, হুকমি রেয়াজত না করিলে।
জাহের বাতেন কি বুঝিবে, পশু রয়েছে।।
'বালহুম আদেল' খোদার বাণী, খুলে দেখ কোরাণখানি।
চতুষ্পদ জন্তুর কথা খোদা বলেছে।
নাবালেগ মেীলবী যারা, লোক ঠকাইয়া চলছে তারা।
শরার নামে ফাঁকি দিয়া বোকা রয়েছে।।
আবদুল আযীয ভেবে কয়, হেন মোর মনে লয়।
পুনঃ সত্য বিকাশিবার সময় হইয়াছে।।