প্রভু তোমার কার্য চমৎকার।
যা করেন তা সবই ভাল, মন্দ বলে সাধ্য কার।।
প্রভুহে, তুমি রসিকের গুরু, রস বিলাইয়া থাক পুরু।
রসিকগণের হৃদমন্দিরে বিরাজ তোমার।।
প্রভুহে, যখন তুমি যাহা কর, প্রেমিকগণ বুঝে ঠার।
অপ্রেমিক বুঝতে নারে তোমার কারবার।।
প্রভুহে, আমার হাতে কার্য কর, আমার মুখে কথা বল।
পিছনে থাকিয়া সদা লুকিচুকি সার।।
প্রভুহে, ত্রিজগতে রাশি রাশি, সবই তোমার চন্দ্র হাসি।
আমার গলে প্রেমের ফাঁসি পেয়ে তোমার ঠার।।
প্রভুহে, রসের নাগর রস খেলিয়া, মারলা মোরে হাসাইয়া।।
হাসতে হাসতে পরাণ গেল, কি করিব আর।।
প্রভুহে, আবদুল আযীয হয়ে দোষী, গলে নিয়ে প্রেমের ফাঁসি।
দিন রজনী এশকবাজী করিতে তৈয়ার।।