শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৮৯

প্রাণ বন্ধুরে, রাখিও না দূরে কইরে।
প্রাণ বন্ধুরে, দূরে করে রাখলে তোমার, নির্দোষ নামের দোষ পড়ে।
প্রাণ বন্ধুরে, প্রেমময় সদা জানি, আবার তুমি অন্তর্যামী।
প্রাণ বন্ধুরে, সদা ভাবে মগ্ন রইয়া, যেন রূপে জীবন হরে।।
প্রাণ বন্ধুরে, তব আসন হৃদ মন্দিরে, দূরে করে কে আমারে।
প্রাণ বন্ধুরে, কাহার সাধ্য এথা এসে, দূরে করতে পারে হরে।।
প্রাণ বন্ধুরে, আবদুল আযীয ভবপারে, তব প্রেমের ফান্দে পড়ে।
প্রাণ বন্ধুরে, স্মরণ করে সকাতরে, যেন কভু না হও দূরে।।