শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৭৮

মন তুমি বিষম পাজি
পরের কথা পরের কানে শুনে কর বে-তমিজী।।
পরের কথা যে শুনিবে, পর স্বভাবে স্বভাব নিবে।
পরের বোঝা স্কন্ধে নিয়া আর কতকাল রবে জী।।
মাটির কানে শুনে কথা, দিলে কেন কর ব‍্যথা।
মহা সম্বল বিক্রী কর কম মূল‍্যে আরে পাজী।।
সাধনের ধন মহারতন, করিবে সর্বদা যতন।
হিংসা গোস্বায় নষ্ট করে, মহা রত্নের পুঁজি।।
বাতক ব‍্যাধি ব‍্যারাম যাহার, অগ্নি পোড়ায় বোধ হয় না তার।
প্রেমিকগণে মাশুক বিনে দেখে সব ভোজের বাজি।।
বে-তমিজ হবে যারা, লুতফে খোদা পায় না তারা।
মানব জীবন বৃথা গেল করিয়া বে-তমিজি।।
ফকীর দরবেশ হবে যারা, সাদা সিধা রবে তারা।
দিবা রাত্র দেখে ধন্ধ তাহাদের এশকবাজী।।
আবদুল আযীয তোমায় বলি, অমর হইতে যদি চাইলি।
মনানন্দে ভাবপুরে ছাড়িয়া ভোজের বাজী।।