সৃষ্টি তত্ব দেখতে এসে, দেখলাম শুধু আমায় আমি।
কোথা রইল প্রাণবন্ধু ত্রিভুবনের স্বামী।।
গেজা বয়জা বাচ্চা দানে, আঠার হাজার গণে।
সকলি আমার জ্যোতি ধাঁধা খেলেন অন্তর্যামী।।
তৌহিদপুরে প্রেমবাজারে, দাহ হইয়া রইলাম পড়ে।
সব থুইয়া সব ফানা হইয়া, পেলেম শুধু আমায় আমি।।
হা রে ভ্রান্ত মতিহারা, পরের ঘরে দিলি পাহারা।
ধ্যানের চক্ষে পড়লি ধরা, আর কি আছে গণা গণি।।
সূক্ষ্ম দেহে প্রেম তারা, খুলিয়া দেখিনু শরা।
শরার ভিতর পেনু ভরা, সৃষ্টি তত্বের সারা ধ্বনি।।
আবদুল আযীয করে ধ্বনি, হৃদয়ে যাহার খনি।
নিঘুমে সেই মহামনি, সদা আমি আমায় নমি।।