সাধনের ধন চিন্তামণি, না হেরিলে প্রাণ বিদরে।
আসন ছাড়িয়া বন্ধু, এবার আমায় দেখা দেরে।।
বন্ধুরে, তোমায় বুকে রেখে সদা, প্রেম আলাপ করিব,
বন্ধু প্রেম আলাপ করিব।
কানে কানে নিগুম কথা, তোমাকে শুনাব রে।।
বন্ধুরে, তুমি আমি কুঞ্জবনে যখন আছিনু, বন্ধু যখন আছিনু।
মনে মনে নিগুম কথা গোপনে কহিনু রে।।
বন্ধুরে, আবদুল আযীয প্রেম জোশে দেওয়ানা বনিয়া, বন্ধু দেওয়ানা বনিয়া।
প্রাণের বন্ধু প্রাণে থুইয়া, হারাইয়া গেনু রে।।