শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১২৫

কে কাহার বদলা নিতে পারে।
পর থাকিলে বদলা বদলি শক্তি রেখে বিরাজ করে।।
আপন বিনে পর নাই, নিজকে দেখি সর্ব ঠাই।
নিজের উপর নিজের বদলা কেমন করে হতে পারে।।
ওয়াহদাতুল অজুদ বটে, মোরতবা তে ঘটে ঘটে।
মোরতবা ঝরিয়া পড়লে থাকে সদা একের ঘরে।।
আবদুল আযীয এই ভবনে, আছে সদা কায়মনে।
শুনিবে না বলাবলি, স্থির আছে রং বাজারে।।