দয়া কইরে নূরের বাতি জ্বাল অন্তরে।
আর কতকাল রব আমি অজ্ঞানতা তিমিরে।।
বন্ধু অ, তোমার নূরের তাজাল্লি, পাইয়া কত পীর অলি অ।
তব পদে রইল মিলি লাহুত পুরে।।
বন্ধু অ, কাম ক্রোধ কুজ্ঝটিকা, অন্তর রহিল ঢাকা অ।
দয়া কর প্রাণসখা পইড়াছি ফেরে।।
বন্ধু অ, মায়া মোহ ময়লা রাশি, দিলের আয়না রাখে গ্রাসি অ।
লোভেতে হইয়া উদাসী, ভাসি কাম সাগরে।।
বন্ধু অ, এই সব ছাড়াইয়া, অজ্ঞানতা বিনাশিয়া অ।
তব রুপে রুপ মিশাইয়া, রাখ অমরাপুরে।।
বন্ধু অ, কি আমি বলিব আর, তোতা মিয়া এন্তেজার অ।
কবে জানি দয়া কর অধমের তরে।।