মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৩৮

তুই মাওলার পিরীতির লাগি কলঙ্কিনী হই।
লোকের মন্দ মনানন্দ অকাতরে সই।।
বন্ধু অ, হৃদয়ে জ্বলে প্রেমানল, লোকে মোরে কয় পাগল
পোড়া মনে কেমনেতে সই।
'হু' নামেতে জপি মালা, কে বুঝে মরম জ্বালা
মিছামিছি অপবাদী হই।।
বন্ধু অ, গলে দিয়া প্রেম ফাঁসি, লোক সমাজে হইলাম দোষী
দিবা নিশি পুইড়া ছাই হই।
বলাবলি গালাগালি আর কত দেয় হাততালি,
ক্ষত দেহে লবন ছিটা সই।।
সাহারগ সন্নিধানে বিরাজ কর পাই কোরআনে
সন্ধানে রইয়াছ লুকি হই।
'হাবলুল অরিদ' প্রকাশিয়া, নিজরূপ ছাপাইয়া,
কি কৌশলে লুকাইলা কই।
বন্ধু অ, 'মান আরাফা নাফছাহু' তে ধরা পড়ছ তার হাতে
বেভুলেতে ঘোর পাকেতে রই।
তোতা মিয়ার তনু কালা, সহে না পিরীতির জ্বালা
কলঙ্কিনী নামের মালা লই।।