শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৫০

দয়াল গফুর করি কি উপায়।
ঘোর বিপাকে পড়ে গেলাম তোমার দুনিয়ায়।।
দয়াল গফুর, জন্ম মরণ দেখে ধন্ধ তোমার এই দেশে।
তোমার জাতে জেতা মরা ধন্ধকারে হায়।।
দয়াল গফুর, জেতা মরা দেশে গেল জীবন বহিয়া।।
জেতা দেশে থাকিবারে আমার মনে চায়।।
দয়াল গফুর, মরা বিপাক না ঘটিতে নিজ প্রতিমায়।
নিমন্ত্রিত অতিথ এল তোমার দুনিয়ায়।।