শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১১২

গোলাপ তোমায় তুলতে গিয়ে দেখলাম আজব কারখানা।
কাটা তে আবৃত তুমি বুলবুলে তা মানে না।।
বুলবুল রসিক বটে, তাই বাধা যায় কেটে।
অরসিক গোবরের পোকা তোমার যত্ন করে না।।
গোলাপ তোমায় আদর কেন, বুঝতে পারলাম এই সন্ধান।
তোমার মাঝে সৌরভ পেয়ে আশেক হল দেওয়ানা।।
তোমার মত বহু ফুল, নাহি করে তাহার মূল।
তুমি কি হও সেই ফুল, তোমায় কেন ফেলে না।।
বুঝলাম তুমি রূপে ফুল, লেগে গেল গণ্ডগোল।
প্রেমময়ের সৌরভ জারী আশেক রইতে পারে না।।
বাধা বিঘ্ন মানে না, মাশুক পেয়ে দেওয়ানা।
আদম ফুলে গন্ধ জারী প্রেমময়ের কারখানা।।
সূক্ষ্ম চক্ষু লাভ করিয়া, আদম ফুলের গন্ধ নিয়া
মহামানব খোঁজ পাইয়া আবদুল আযীয আপনা।।