শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ২৫

মানুষ কে তুমি আসিলে ভুবনে।
কোথা ছিলে, কি নাম তোমার, বল না কেনে।।
কখন ফকিরের ছুরতে, কখন বাদশাহীর তখতে
কখন বিরাজ ঘৃণার পাত্রে, কখন ঘোর বনে।।
আরবা আনাছের দেহ, তাতে নাই কুই সন্দেহ।
অন্ধকার তমসা রাশি, আলোক পাইল কেনে।।
এই দেহ মাটির সিন্দু, তালাশিনু বিন্দু বিন্দু।
বাষট্টি কোটি বার বুরুজ, কোথায় তোমায় গণে।।
নবী সাহেব হাদিসেতে, ফরমাইলেন এই মতে।
মানুষের আকারে মানুষ ছিল আদি বনে।।
আমার মুখে কথা বল, আমার কানে শব্দ শুন।
আমার চক্ষে দর্শন কর, কে জানি পেছনে।।
তাওরাত ইঞ্জিল কোরআন হাদিস, ভেদশাস্ত্রের না পাইলাম দিশ।
সবাই বলে নিজকে চিনলে রবে অমর বনে।।
বত্রিশ বৎসর ওয়াজ করিয়া, দেশ বিদেশে তালাসিয়া।
বালিনাতে আবদুল আযীয হিসাবে মিলে না কেনে।।