শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৩৯

বন্ধু, কে চিনে তোমায়, আবদুল আযীয চিনতে গিয়ে পড়ল বিষম দায়।।
আলাস্ত বেরাব্বেকুমে, কালু বালা শব্দের অন্তর ধামে।
কেবা ছিল সেই সময়ে, বল না আমায়।।
'হুয়াল আওয়াল হুয়াল আখের, হুয়াজ জাহের হুয়াল বাতেন'।
বুঝতে পারলে অরসিকে প্রমাদ ঘটায়।।
নবীগণ সম্মিলনে, আহাদ পায় মান কি কারণে।
গোপনে মেছাকের দিনে, কেন লওয়া হয়?
আরবের দুলহা যিনি, তোমার দেীলতে তিনি।
আখবারেতে মান আরাফা হাদিস ফরমায়।
'মান আরাফা নাফছাহু, ফাকাদ আরাফা রাব্বাহু'।
পরিচয় করিতে তব নবীজি ফরমায়।।
ভুলের ঢাকনী রং লাগায়ে, নিজে খেল নিজকে লইয়ে।
উচিত কথা বলতে গেলে বলবে শরা নয়।।
ভুল বাজারের রং দেখিয়া, ফাঁকে পড়ে অন্ধ গিয়া।।
প্রেম সমুদ্রে জোয়ার হলে ভুল ভাসিয়া যায়।।
তোমাকে চিনিতে গিয়া, নিজকে নিজে হারাইয়া।
রং বাজারে লাই খেলিলে তোমায় পাওয়া যায়।।
'মউতু কাবলা আনতা মউতু' জীবন থাকিতে মৃত‍্যু।
অরসিকে তোমার ফাঁকি বুঝতে বড় দায়।।
ভুল বাজারে রং দেখিয়া আবদুল আযীয চমকিয়া।
নিজকে নিজে হারাইল, স্ব স্ব প্রেমের দায়।।