মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৪৫

তোমায় ছাড়াব কেমনে রে বন্ধু, ছাড়াব কেমনে।
ঢেউয়ে ঢেউয়ে ঝিকিমিকি, খেলে দু নয়নে।।
আঠার হাজার ঢেউ, তাওয়ারিখে গণে।
'কুল্লু শাইঈন মুহিত' তুমি, বলিলা কোরআনে রে।।
জাহেরীতে যত রূপ, 'আফাক' ভুবনে।
তত রূপ গোপন তুমি, 'আনফুছ' ময়দানে রে।।
হেজা বয়জা গেজা ছলে, সাজিলা আপনে।
অবিনাশ বাকা তুমি, 'ইল্লা অজহা' গুণে রে।।
'হালেকুন আফাক' যত, কল্পিত ভুবনে।
যথায় আমি তথায় তুমি, তোতা মিয়া জানে রে।।