দয়াল মুর্শীদ কি দিব তোমায়।
ত্রিজগতে খুঁজে দেখলাম আমার কিছু নয়।।
মুর্শেদ বুঝে ছিলাম আমি আমার তা দিয়া তুষিব।
তাহাতেও তোমার পূজায় বিনিময় কি হয়?
দয়াল মুর্শিদ, আমি ফানা তুমি বাঁকা সত্য তত্ত্ব বটে।
আমি নকল তুমি আসল বুঝিনু নিশ্চয়।।
দয়াল মুর্শীদ, নকল মূল্যে আসল মিলা কবে সম্ভব হয়।
কেবল ভরসা মোর তোমার কৃপায়।।
দয়াল মুর্শিদ, কৃপাগুণ না পাইলে রইলাম ভবের গাঁধা।
মুর্শেদ কৃপায় সকল প্রেমিক হইল মহাশয়।
দয়াল মুর্শীদ, আবদুল আযীয কৃপাগুণে ভবের খেওয় দিয়া
ওপারে অমরপুরে বসত করয়।।