প্রাণ বন্ধুরে জীবনের জীবন।।
'কুল্লু শাইঈন হালেকুন' কি তোমার বচন?
গুপ্ত তত্ত্ব বলিয়াছ আপন জবানে।
স্বর্গ নরক নশ্বর হল অহে প্রাণধন।।
আউয়াল আখের দীন ও দুনিয়া যতই বর্ণন।
হল কি কল্পনা বলে আশ্চর্য কথন।।
জাহেরী বচনে ধারা বাদশাহী কারণ।
'ইল্লা অজহা' মূলে রইল স্ব স্ব প্রাণধন।।
আবদুল আযীয ভেবে সারা কল্পিত ভুবনে।
আমি সত্য প্রেমই তত্ত্ব হল স্থির মন।।