দয়াল নবীজি, হেকমতের বাক্যে পূর্ণ তোমার হাদিসখানি।
দয়াল নবীজি, পূর্ব ছুরত আদম বলে হাদিসেতে পাই।
ষাইট হাত লম্বা আদম বলিলেন আপনি।।
দয়াল নবীজি, কাহার হাতে ষাইট হাত, রাখিলা গোপনে।।
আরবা আনাছার দ্বারা তৈয়ার কাহার হাতের বনী।।
দয়াল নবীজি, দুই হাতে তৈয়ার করেন বলেন ছোবহান।
কিরূপ সেই দুই হাত, রহিল বাতেনী।।
দয়াল নবীজি, হাশরে আদমজাদা ষাইট হাত হবে।
কার হাতে মাপামাপি, খবর কোথায় জানি।।
দয়াল নবীজি, মালায়েক তুরবাত বলে দলিলে প্রমাণ।
কার হাতের মাপ হল, কি হইল তার মানি।।
দয়াল নবীজি, আপন খবর যে না বোঝে, রইল ভবের গাঁধা।
আবদুল আযীয জানতে পেরে ঘটল পেরেশানী।।