মন যদি থাক ভাবের দরিয়ায়।
অভাবে না পাবে তোরে, বলে যে তোতা মিয়ায়।।
মন রে, অভাব আফাকের দেশ, শান্তির নাহিক লেশ
কর তাতে মনোনিবেশ, ফোরকানে খবর তায়।।
মন রে, কোরআনের পরিপাটি, যে বুঝে তার মাথে লাঠি
অবুঝের কান্দা কাটি, অভাবেতে দিন কাটায়।।
মন রে,'আনফুছে' ভ্রমণ করিলে, অভাব বিনাশ হয় মূলে
'ছামাদ' পদ তার মিলে, স্বভাবে তার দিন যায়।।
মন রে, এশকানলে হইয়া ছাই, ধরিয়া গুরু গোসাই
ভাব দরিয়া খেল লাই, তৌহিদ দরিয়ায়।।
মন রে, তৌহিদের মধু বনে, মজিয়া সে খোশ বাগানে
তোতা মিয়া ফুল্ল মনে, তৌহিদে বিলীন পায়।।