পঞ্চ খুঁটির গৃহ রক্ষা রাখা হল দায়।
ঘোর তুফানে ভেঙ্গে নিয়া কেয়ামত জোগায়।।
'আফাক আনফুছ' দুটি স্তরে, সুরের ফুঁকে 'আফাক' ঝরে।
আনফুছ রহিয়া গেল বাঁশির গোড়ায়।।
আফাক আলম ফানা হইলে, আনফুছ রাজ্যে খোদা মিলে।
আফাকে বায়তুল্লাখানি পর্দা অন্তরায়।।
আনফুছে বায়তুল্লা যাহা, ফরজে দায়েম ঢেকে রাখা।
ওজর হলে না ঢাকিলে নামাজ পড়া যায়।।
ভ্রমণকারী সওদাগরে, কোরায়েশী নাম ধরে।
মারহাবা করিল জারী তৌহিদ ডঙ্কায়।।
পঞ্চ খুঁটির গৃহের আইনে, একশত তিরিশ ফরজ গণে।
আনফুছে নামাজ পড়ে আপনি খোদায়।।
আবদুল আযীয বলে বাছা, হইবে না হারা দিশা।
দিলের পথে ভেদের কথা পাবে নিরালায়।।