মন যদি তুমি ফকীর হইতে চাও।
প্রসবকালে মাতৃদুঃখ ভোগ দেখিয়া মেনে লও।।
ফকীরের চার ছিফত আছে, ইহা ফকীরের লেবাছে।
এই চারি ছিফত অগ্রে নিজ স্বভাবে এনে লও।।
ফে শব্দে ফাকা কশি, সাহাওয়াতের গলে ফাঁসি।
'কাফে' সবুর 'ইয়ে' নিত্য স্মরণ বাঁশির রবে রও।।
'রে' শব্দে রিয়াজতে, রেজামন্দি লাগে তাতে।
এই চারি ছিফত নিয়ে লেবাছেতে পূর্ণ হও।।
শরীয়তে তাছলিম নিয়া, তরিকতে পন্থ পাইয়া।
হাকিকতে হাক্কুল একিন মারফত রুহের খবর লও।।
দোস্তীর মজা বুঝবে তবে, ছোলাতে সাধ মিলে কবে।
আবদুল আযীয নিজ মোকামে শান্তি নিয়ে সদা রও।।