মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৭৯

জিকির করনা রে মন জিকির কর না।
বদলা বিহীন নহে আল্লাহ, 'ওহহাব' নামের মন্ত্রণা।।
'ফাযকুরুনী' জারি হইলে, 'আজকুরুকুম' পরে মিলে
বদলা বিহীন কোথা রইলে, বিচার কইরা দেখ না।।
উছিলাতে সব হয়, 'কুল্লু শাইঈন কাদির' কয়।
সেই কথার পরিচয়, ঘটে ঘটে দেখ না।।
পুণ‍্য ফলে স্বর্গ মিলে, পাপেতে নরকে চলে
কর্মাকর্মে সবই ফলে, আইন বিহনে চলে না।।
ইচ্ছাময় নামের গুণে, উছিলার অবসানে
কুল্লু শাইঈন কাদির বটে প্রেমিকের ভূষণা।।
ধ্রুব নেত্রে দেখতে পাই, বদলা ছাড়া কিছু নাই
বলিতে হারিয়া যাই, খোদা বন্দা থাকে না।।
প্রেমেতে হইলে মত্ত, বদলা বিহীন দাতা সত‍্য
ইহাও বদলার তত্ত্ব, তোতা মিয়ার ঘোষণা।।