মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৭০

আমার সোনা বন্ধের গান
'হুহু' শব্দে উঠে ধ্বনি, কেড়ে নেয় পরাণ।।
আলেফ লাম হে অক্ষরে লাগাইয়া তান
'কুল্লু শাইঈন ইউছাব্বেহু' কোরআনে প্রমাণ।।
মণিপুরে ঝিল ধরিয়া, লাল পুরেতে ধ‍্যান
ছয় তারেতে করে ধ্বনি, অনুরাগের টান।।
গানের ভিতর প্রাণের গেজা আউলিয়ার শান।।
লতিফে লতিফ মিলে মুহিত পরাণ
তোতা মিয়া গান শুনিয়া উদাস পরাণ।
'আফাক আনফুছ' এ টানে সে গানের তান।।