শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৭৫

ম‍্যায় কন হু ইছ মাহাল্লামে, বিন পাত্তাছে কাবতাক রাহু।
তবিবে দারদে দিল জিছনে, ছববো ছে হছরত মে হো।।
আল্লাছে আলিফ লিয়াকার, হে ছে হাওয়া যাব মিলা।
মোহাম্মদছে মীম বনাকার, আদম ছে দাল আহাম্মদ হো।।
আলিফ ছে আহাদ কি মানা, হে ছে হাওয়া বন গিয়া।
মীম ছে মোহাম্মদ নূরীল্লাহ, দাল ছে আদম এজহার হো।।
বাতেনীমে হাওয়া রাহকার, জহুরে আদম হুয়া।
আলিফ দাল মীম একসাথ মিলকে, আদম নাম ছে মশহুর হো।
গাইঞ্জ মুকফি বদনে আদম ছে হাওয়া জাহের হুয়ি।
নূরানী ছুরাত দেখকার, মাস্ত হাল আদম কি হো।।
হুয়াল আউয়াল হুয়াল আখের, হুয়াজ জাহের হুয়াল বাতেন।
ছিরাত ও ছুরাতে ইনছান, 'হামাউস্ত' দলিল হো।।
আপনি উপর আপহি আশেক, আজব দিদাম তামাশা।
ইয়ে মহাল্লা তামাশা গাহ, খোদহি দেখনেওয়ালা হো।।
কৌন কারছেকে তারিফ তেরে, আয় মাহবুবে কারদেগার।
আবদুল আযীয ইছ দরিয়ামে, গরকছে বে-পাত্তা হো।।