ডাক চিনিয়া যেজন ডাকে।
ডাকে ডাকে ডাক পড়িয়া, চলছে জগৎ ডাকের ফাঁকে।।
যে নামেতে যেজন থাকে, না ভজিবে অন্য কাকে।
এক নামেতে সর্বসিদ্ধ, ডাক যদি না পড়ে ফাঁকে।।
নামে রূচি জীবে দয়া, প্রেমের বাঁশি বাজাইয়া।
বাহের ভিতর এক রাখিলে, ডাকলে সারে একই ডাকে।।
আবদুল আযীয ভেবে সারা, ডাকের ফাঁকে পড়ছেন ধরা।
ফাঁকে পড়ে জীবন সারা, সদায় থাকে বন্ধের বাঁকে।।